ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হবো লিখে রাখেন : শাহজাহান ওমর

সংগৃহীত,আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হবো লিখে রাখেন : শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে তিনি বলেন, আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হবো লিখে রাখেন।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঝালকাঠির কাঁঠালিয়ার বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

জানা যায়, গতকাল বুধবার (সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে তিনি গাড়িতে করে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শাহজাহান ওমর অভিযোগ করে বলেন, ‘এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত রয়েছেন। আমি গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে বরিশাল আসি। এ খবর শুনে কাঁঠালিয়া থানায় রাতে আমার নামে মামলা হয়েছে।

তবে আমি এসব মামলায় ভয় পাই না। আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হবো লিখে রাখেন।’তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, ‘কারা শাহজাহান ওমরের বাসভবনে ও গাড়িতে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।’
 
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক আরো কমাবে যুক্তরাষ্ট্র : বাণিজ্য উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রাজবাড়ীতে কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

সহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক নির্মাণ শ্রমিক জেলহাজতে