ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী সাময়িক বহিষ্কার, বিচারের মুখে আরও ৩০০ জন

ঢাবি ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী সাময়িক বহিষ্কার, বিচারের মুখে আরও ৩০০ জন, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: জুলাই মাসের গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও নানা অপরাধের ঘটনায় ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় আরও ৩০০-এর বেশি নেতাকর্মীকে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে।

রবিবার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত তফসিল সংক্রান্ত এক চূড়ান্ত সভায় এই তথ্য জানায় প্রশাসন। সভায় আসন্ন ডাকসু নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার তদন্ত অগ্রগতির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সর্বশেষ ১২৮ জন অভিযুক্তকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অপরাধে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আরও একটি তদন্ত কমিটি কাজ করছে।

প্রথম পর্যায়ে ২৫ জুন পর্যন্ত মাত্র ৬টি লিখিত অভিযোগ জমা পড়ে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিযোগ জমাদানের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন

শাহবাগ থানায় দায়ের হওয়া দুই মামলায় ইতোমধ্যে তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটেও অভিযুক্তদের শনাক্ত ও বিচারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে জবাবদিহিতার আওতায় আনতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন কোল্ড-প্লের কনসার্টে ভাইরাল হওয়া সিইও

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা

জীবনের বন্দুকের নিশানায় বুবলী!

কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা

নওগাঁর পোরশায় থানার দালাল মজিদ আটক