পাবনার সাঁথিয়ায় বন কর্মকর্তার বাসায় চুরি সংঘটিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বন কর্মকর্তার বাসার জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার কোনবাড়িয়া গ্রামের বন কর্মকর্তা আব্দুল ওহাবের বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরেরা আলমারীর তালা ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালাকার ও ৩ ভরি রুপা চুরি করে নিয়ে যায়।
বন কর্মকর্তা আব্দুল ওহাব জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘের গর্জন শুরু হলে বাসার ফ্রিজের লাইন বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়। বাইরে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে দেখেন বাইরে থেকে আটকানো হয়েছে। অনেক ডাকাডাকির পর অন্যরুমে থাকা তার ছেলে এসে দরজা খুলে দেন।
আরও পড়ুনবাইরে এসে তিনি দেখতে পান পাশের রুমে কাপড় ও অন্যান্য জিনিস পত্র এলোমেলো ভাবে পড়ে আছে। পরে দেখেন ২টি রুমের জানালার গ্রীল কাটা। এ ব্যাপারে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন