ডাকসুর সঙ্গে হল সংসদের ভিপি-জিএস-এজিএসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সকল হল সংসদের নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএসদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর )বুধবার রাতে চায়না কিচেন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ হলের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়গুলো কেন্দ্রীয় সংসদের কাছে তুলে ধরেন। বিশেষ করে আবাসন সংকট, ডাইনিংয়ের মান, পাঠাগারের উন্নয়ন, নিরাপত্তা, কো-কারিকুলার কার্যক্রম এবং পরিবেশগত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
ডাকসুর নেতারা প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুনসভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন