ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় সারিয়াকান্দি নদীবন্দর প্রতিষ্ঠার কাজ এগিয়ে, উচ্ছ্বসিত এলাকাবাসী

বগুড়ায় সারিয়াকান্দি নদীবন্দর প্রতিষ্ঠার কাজ এগিয়ে, উচ্ছ্বসিত এলাকাবাসী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় কাজ এগিয়ে চলেছে। "সারিয়াকান্দি নদীবন্দর" প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞাপন জারি করতে সদয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পত্র প্রদান করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা স্বাক্ষরিত এ পত্র প্রদান করা হয়েছে। নদী বন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইের লক্ষ্যে বিআইডব্লিউটিএর বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণে সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা পরিলক্ষিত হয়েছে। এ খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী।

বগুড়া সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠা করতে ইতিপূর্বে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা একটি প্রস্তাবনা প্রদান করেছেন। প্রস্তাবনা অনুযায়ী গত কয়েকমাস আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা সরেজমিন সারিয়াকান্দি উপজেলার কালিতলা এবং মাদারগঞ্জ জামথল নৌঘাট পরিদর্শন করেন।

এরপর সেখানে নৌবন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করা হয় এবং সম্ভাবতা যাচাই করতে বিআইডব্লিউটিএর বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। নদীবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করতে সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান স্বাক্ষরিত একটি পত্র আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, ‎বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত যমুনা নদীর তীরে একটি নদী বন্দর প্রতিষ্ঠার জন্য বগুড়ার জেলা প্রশাসক অনুরোধ করেছেন (সংলাপ-১) তদপ্রেক্ষিতে যমুনা নদীর সারিয়াকান্দি উপজেলায় একটি নতুন নদী বন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বিআইডব্লিউটিএ হতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। কমিটির পর্যবেক্ষণে উক্ত স্থানে নদী বন্দর প্রতিষ্ঠার সম্ভাব্যতা পরিলক্ষিত হয়।

তদানুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার "সারিয়াকান্দি নদী বন্দর” নামক একটি নতুন নদী বন্দর ঘোষনার প্রজ্ঞাপন জারীর নিমিত্তে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৪ জুলাই ২০১১ তারিখের স্মারক নং মূলে জারিকৃত পরিপত্রের ২ (ঘ) উপ- অনুচ্ছেদে বর্ণিত চেকলিস্ট অনুসরণ পূর্বক ৭ টি তালিকা প্রস্তাবনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

এমতাবস্থায়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভেটিং গ্রহণ পূর্বক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার "সারিয়াকান্দি নদীবন্দর" নামক একটি নতুন নদী বন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে প্রজ্ঞাপন জারির সদয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এদিকে সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে, এ খবরে উচ্ছ্বসিত উপজেলাবাসী।

সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল জগলুল আহসান বলেন, বগুড়া সারিয়াকান্দি বাসীর সর্বোপরি বগুড়া জেলা বাসীর দাবির প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছেন। তিনি প্রজ্ঞাপন জারির জন্য পত্রও প্রদান করেছেন।

তার এ মহতী উদ্যোগের জন্য বগুড়া বাসী তার কাছে কৃতজ্ঞ। সারিয়াকান্দিতে নদীবন্দর আমাদের বগুড়াবাসীর একটি প্রাণের দাবি। অবিলম্বে সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠা করতে প্রজ্ঞাপন জারির জন্য বগুড়া বাসীর পক্ষে আমি জোর দাবি জানাচ্ছি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান বলেন, সারিয়াকান্দিতে নদীবন্দর প্রতিষ্ঠা করতে সম্ভাব্যতা যাচাই কমিটির বিশেষজ্ঞ দলের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। মাননীয় নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারির বিষয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্র সারিয়াকান্দিতে নৌবন্দর প্রতিষ্ঠা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন