ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: মুহসীন হল ছাত্রদল

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: মুহসীন হল ছাত্রদল

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলকে নিয়ে মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুহসীন হল ছাত্রদল। এসময় তারা আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুহসীন হলের সামনে এক প্রতিবাদ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা এ দাবি জানান।

মুহসীন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হল সবসময়ই ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসস্থল। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছে। অথচ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আমির হামজা নামের এক বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাবি করেছেন যে, অতীতে ছাত্রশিবিরের ডাকসু বিজয়ের পূর্বে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

তিনি আরও বলেন, “আমাদের হল ও শিক্ষার্থীদের নিয়ে এমন অসত্য বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং জনগণের মনে ভুল ধারণা তৈরি করে। আমরা মহসীন হলের শিক্ষার্থীরা এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুন

মনসুর রাফি অভিযোগ করে বলেন, “এর আগেও শিবিরপন্থীদের জন্য হলের বেড বরাদ্দ নিয়ে নানা ধরনের মিথ্যাচার চালানো হয়েছে। এখন আজানকে কেন্দ্র করে এমন মিথ্যা প্রচার পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত।”

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমির হামজার এই বক্তব্য শুধু শিক্ষার্থীদের নয়, ধর্মপ্রাণ সাধারণ মানুষেরও মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই এ ধরনের মিথ্যাচারের জন্য তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ছাড়া বিকল্প নেই। এ সময় মুহসীন হল ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, তারা যেন আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের নিন্দা জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং আমির হামজাকে ক্ষমা চাইতে বাধ্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন