নাটোর বড়াইগ্রামে সাপের কামড়ে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বড়াইগ্রামের বনপাড়া আমিনা হাসপাতালে বিষধর সাপের কামড়ে অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কৃষক আবজাল হোসেন (৬০)। তিনি চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
ভিকটিমের স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে আবজাল হোসেন তার এলাকার বিলে জাল নিয়ে মাছ ধরতে যান। জালে মেছো আলাদ সাপ উঠে আসে। সাপটি তার হাতে ছোবল দিলে তিনি সাপটিকে ধরে ব্যাগে ভর্তি করে বাড়িতে নিয়ে যান। বিষয়টি শুনে স্বজনেরা হাতটি রশি দিয়ে বেধে বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান।
আরও পড়ুনপরে তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন কর্তব্যরত চিকিৎসক। সাপটিকে তার সাথে হাসপাতালে আনা হলে পুলিশের নির্দেশে সাপটিকে মেরে ফেলা হয়।
মন্তব্য করুন