জুলাই নিয়ে গান বানাচ্ছি : তাসরিফ খান

বিনোদন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন গায়ক তাসরিফ খান। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি তিনি জানিয়েছেন। পোস্ট দিয়ে তাসরিফখান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিকস লিখবেন আপনারা।’
‘জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যা-ই হোক ,কমেন্ট বক্সে লিখে যান।
তাসরিফ বলেন, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করব এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি, তা গানের ভিডিওতে দেখিয়ে দেব। গানের নাম হবে জুলাই, লিরিকসে থাকবে বাংলাদেশ।’
গত মাসেই তাসরিফের নতুন গান মুক্তি পেয়েছে। জিসান খান শুভর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘পাহাড় যাব’ গান দিয়ে তারা ৮ বছর পর একসঙ্গে গান করলেন।
মন্তব্য করুন