ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সালমা’র কন্ঠে ‘দেখলে তোমায় হইগো পাগল’ আর ‘মায়া লাগেরে’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা

অভি মঈনুদ্দীন ঃ ‘দেখলে তোমায় হইগো পাগল’ বাংলাদেশের গানের ভুবনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমার কন্ঠের নতুন মৌলিক গান। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু।

ফোক ঘরানার এই গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সালমার প্রজন্মের সালমাই একমাত্র একের পর এক নতুন নতুন মৌলিক গান প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন। তার কন্ঠের প্রতি শ্রোতা দর্শকের এক আলাদা ভালোলাগা আছে। অনেক শিল্পী আছেন যাদের কন্ঠে গান শুনে বুঝাই যায়না গানটি কে গাইছেন। কিন্তু সালমা একেবারেই ব্যতিক্রম। তার কন্ঠ শুনে চোখ বন্ধ করেই অনুভব করা যায় যে এটা তার কন্ঠের গান। এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কন্ঠে প্রকাশিত হয়েছে আরো একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’।

গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন

এর আগে ২০২১ সালে ‘মায়া লাগে’ এবং ২০২৪ সালে ফিরোজ প্লাবনের সঙ্গে ‘মায়া লাগেরে’ শিরোনামের গানও গেয়েছিলেন। সালমা বলেন,‘ দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালোলাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। আমার মনে হয় গানের শিরোনাম ঠিক করার আগে যারা নাম নির্ধারণ করার তাদের একটু ইউটিউবে অন্ততঃ চেক করার প্রয়োজন। কারণ একই নামে গান শ্রোতা দর্শকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরী করে।’

এদিকে সালমা স্টেজ ও টিভি শো নিয়েও ভীষণ ব্যস্ত। গত ঈদে বেশ কয়েকটি টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করেছেন। গত বুধবার রাতে সুপ্রীম কোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সালমা। এই শোয়ের জন্য তিনি ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর