ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

ফেনী সদরের শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে গত বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকের খবর পেয়ে বাবা আলী আকবর (৫৫) ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। সেখানেই স্ট্রোক করেন। এরপর ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন

 
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। পরে থানা প্রাঙ্গণে অসুস্থ হয়ে তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর

স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া’

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প