ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার এলোপাতাড়ি কোপে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম মো. আসাদ (৫০)। আজ সোমবার (১২ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির গরুকে পানি খাইয়ে ফিরছিলেন আসাদ। এমন সময় তার ভাতিজা নূর হাবিব সুমন পেছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন।  পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পেছনে কোনো পূর্বপরিকল্পিত বিরোধ নেই।

তবে এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমনের বাবা দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী গ্রামে থাকেন। আর সুমন তার মাকে নিয়ে পুরাতন বাড়িতে থাকেন। সুমন তার মাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। চাচা আসাদ এসব ঘটনায় প্রতিবাদ করতেন। স্থানীয়দের মতে, এই বিরোধের জেরে সুমন দীর্ঘদিন ধরে চাচার প্রতি ক্ষিপ্ত ছিলেন এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় ৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার

পাবনার সুজানগরে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সংকট

আইভীর জামিন আবেদন নামঞ্জুর

র‌্যাব পুনর্গঠনে কমিটি গঠন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু