ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

কক্সবাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হতাহত ৮

কক্সবাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হতাহত ৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে কক্সবাজারের চকরিয়ার উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। পরে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম এখনও জানা যায়নি। যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল।

তিনি আরও বলেন, রাত আড়াইটা পর্যন্ত বাসটি উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস। পুরো বাসটি তল্লাশি চালানো হয়েছে, তবে আর কোনও যাত্রীকে বাসের নিচে পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ দুর্ঘটনার জেরে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট

খুলনায় ‘পুলিশ’ পরিচয়ে ‘খাদ্য কর্মকর্তা’ অপহরণের ভিডিও ভাইরাল, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক