ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। 

আজ বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদ করে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।  

নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

স্বজন ও গ্রামবাসীর জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিমসহ কয়েকজন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ।

আরও পড়ুন

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির জানান, নিহতের গ্রামের বাড়ি গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছেন তিনি।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানান যে একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

গ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি,

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ২ আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩

পাবনার সুজানগরে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস

ডাকসু নির্বাচনে ভিপি-জিএসের লড়াই জমে উঠছে, আলোচনায় ডজনখানেক ছাত্রনেতা

প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার-টাকা না পেলে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি