ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও হেলপার সহ নিহত ২ ,আহত ১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও হেলপার সহ নিহত ২ ,আহত ১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার ও অন্যজন হেলপার। নিহতরা হলেন ট্রাক ড্রাইভার আফরান ফকির (৩৫) ও ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে প্রথম জনের বাড়ি খুলনা ও হেলপারের বাড়ি গোপালগঞ্জে।

আজ  শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছলে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ইয়াসিন, ট্রাকের ড্রাইবার ও অন্য অচল ট্রাকের ড্রাইভার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন।

হঠাৎ করে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও ড্রাইভার অফরান।

আরও পড়ুন

এ সময় আরেক চালক গুরুতর আহত হন। পরে আহত দুই জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ।

আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বেড়েছে

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর সমাজসেবা কার্যালয়ের ভগ্নদশা

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: মাহফুজ আলম

নওগাঁর মান্দায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে দেশীয় প্রজাতির পোনামাছ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৭