ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার

সংগৃহীত,সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে কাজ করত।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

থানা সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

সীতাকুণ্ডে হাসপাতাল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

টি-টোয়েন্টির শীর্ষ বোলার এখন বরুণ

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান