পাবনার সুজানগরে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস

সুজানগর (পাবনা) প্রতিনিধি : উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে দফায় দফায় পেঁয়াজের বাজারে ধস নেমেছে। গত ১০/১৫ দিনের ব্যবধানে উপজেলার হাট-বাজারে তিন দফা পেঁয়াজের বাজারে ধস নামলো। এতে পেঁয়াজ চাষিরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজ চাষি মোমিন খান বলেন, অন্যান্য বছর আষাঢ় মাসে পেঁয়াজের দাম কিছুটা হলেও বৃদ্ধি পায়। কিন্তু এ বছর চলতি আষাঢ় মাসে পেঁয়াজের বাজারে দফায় দফায় ধস নামছে। উপজেলার খয়রান গ্রামের পেঁয়াজ চাষি ময়েন উদ্দিন বলেন, গত ১০/১৫ দিন আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ ১৮শ’ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু ১০/১৫ দিনের ব্যবধানে তিন দফা দাম কমে বর্তমানে প্রতিমণ পেঁয়াজ মাত্র ১৫শ’ থেকে ১৬শ’ দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুনউপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষি মো: কামরুজ্জামান বলেন, এ বছর প্রতি মণ পেঁয়াজ আবাদ করতে সার, বীজ এবং শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রিও হচ্ছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা দরে। ফলে পেঁয়াজের বর্তমান এ বাজারে উপজেলার কৃষকেরা পেঁয়াজ আবাদে আগ্রহ হারাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী বলেন, চাহিদার তুলনায় হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি, সে কারণে দাম কম।
মন্তব্য করুন