ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

এরশাদ‘র সংবাদ সম্মেলন

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কমিটি অবৈধ

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কমিটি অবৈধ। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা এবং কমিটি ঘোষণা করার বিষয়ে অভিযোগ এনে আজ মঙ্গলবার (১৭ জুন) সংবাদ সম্মেলন করেছেন এরশাদুল বারী এরশাদ। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভায় সংগঠনের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী এর পরিচালক কর্তৃক ১২ মার্চ স্বাক্ষরিত চিঠিতে শ্রমবিধিমালা ২০২৫ এর বিধান মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন।

মো. ফজলুর রহমান তালুকদারকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং জুয়েল হাসান কে সদস্য সচিব করে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কামিটিকে ৩০ দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা করে ২৪ মে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করেন। নির্বাচন পরিচালনা কমিটির কর্মকাণ্ডে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশংকায় জনৈক আফজাল হোসেন প্রাং নামের একজন পরিবহন মালিক রীট পিটিশন করেন। এর প্রেক্ষিতে ২৪মে  নির্বাচনের উপর হাইকোর্ট দুই মাসের স্থগিতাদেশ প্রদান করেন।

আরও পড়ুন

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন। গত ৩ জুন আপীলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। উচ্চ আদালতে নির্বাচনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর নিয়ম অনুযায়ী নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করার কথা। পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মে ও ২১ মে মনোনয়ন পত্র বিতরণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু, গত ২০ মে হাইকোর্ট নির্বাচন স্থগিত করায় উক্ত তারিখে মনোনয়ন পত্র বিতরণ হয় নি মর্মে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুয়েল হাসান গত ২২ মে বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী এর পরিচালককে লিখিতভাবে অবহিত করেন।

তিনি বলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোপনে নির্বাচন পরিচালনা কমিটির অফিস চারমাথা সেঘসিটি কমপ্লেক্স থেকে বগুড়া শহরের রাজাবাজারে স্থানান্তরে করেন। তিনি সেখানে গোপনে একতরফা মনোনয়ন পত্র বিতরণ ও জমা দেখিয়ে গত ১৪ জুন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির ২৫ সদস্যের কমিটি কমিটি ঘোষণা করেন।

সাংবাদিক সম্মেলনে বলেন, গোপনে, বিনাভোটে হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই এই কমিটি গঠন করে তালিকা প্রকাশিত হয়েছে। তিনি বলেন ইতোপূর্বে বিষয়টি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বর্তমানে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির ভিতরে মূলত চাপা ক্ষোভ বিরাজ করছে। তিনি বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির ঘোষিত কমিটি অবৈধ বলে দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার