ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

আর কোনও ক্লাবের কোচ হবেন না আনচেলত্তি!

আর কোনও ক্লাবের কোচ হবেন না আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে শেষবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়ালের হয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, রিয়ালের পর ভবিষ্যতে আর কোনও ক্লাবকে কোচিং করানোর ইচ্ছা তার নেই।

চলতি মৌসুম শেষেই ব্রাজিলের কোচ হবেন ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ। সাংবাদিকরা তাকে শুক্রবার প্রশ্ন করেছিল ব্রাজিলের দায়িত্ব শেষে পুনরায় স্প্যানিশ ক্লাবটিতে ফিরবেন কিনা, জবাবে আনচেলত্তি বলেছেন, ‘কিছু বিষয় আছে, যেটা হয়তো আমি জানি না। রিয়াল মাদ্রিদের পর অন্য কোনও ক্লাবকে কোচিং করাতে চাই না কিংবা হওয়ার ইচ্ছা নেই। যা আগে বলেছি, সেটাই ধরে রাখছি। ভবিষ্যতে কী হবে জানি না।

তবে এখন সবচেয়ে জরুরি হলো ব্রাজিলের সঙ্গে ভালো করা।’    ব্রাজিলের মতো একটা দলের দায়িত্ব নিতে পেরে ভীষণ রোমাঞ্চিত, ‘আমি রোমাঞ্চিত এই ভেবে যে এমন একটা সুযোগ পেয়েছি। যেখানে আমি অন্য ক্লাবের জন্য মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে একটা জাতীয় দলে যেতে পারছি আর তারা এমন এক দল যাদের সবচেয়ে বেশি ইতিহাস আছে-পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন! এটা অবশ্যই বিশাল চ্যালেঞ্জ, কিন্তু ভালো লাগার বিষয়টা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারা।’

রিয়াল মাদ্রিদে তার অর্জনের মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও দুটি স্প্যানিশ কাপ, দুটি সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপের ট্রফি। রয়েছে তিনটি উয়েফা সুপার কাপ ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপও। এই মৌসুমে অবশ্য ফিরতে হচ্ছে খালি হাতে।

আরও পড়ুন

শোনা যাচ্ছে আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো। যিনি চলতি মৌসুম শেষে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন ছেড়ে দিচ্ছেন। আনচেলত্তি তার সাবেক খেলোয়াড়ের কথা শুনে বলেছেন, ‘প্রত্যেকের নিজস্ব পদ্ধতি থাকে। তবে সে যেন মাদ্রিদকে উপভোগ করে। জাবি আলোনসো প্রথম হবে এবং তার জন্য সব ধরনের সৌভাগ্য কামনা করি। ওর মাদ্রিদে কোচিং করার যোগত্য আছে। সেটা যেন সে উপভোগ করে।’

লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শনিবার তাদের মৌসুমের শেষ ম্যাচ খেলবে। আতিথ্য দেবে একাদশ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদকে। এই ম্যাচটি আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচেরও শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী তারকা ক্লাবটির সবচেয়ে সফল খেলোয়াড়।

২০১৮ ব্যালন ডি’অর বিজয়ী ক্লাব বিশ্বকাপের পরই মাদ্রিদ ছেড়ে যাবেন। তার সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমি খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগপূর্ণ এক দিন। আমি যদি কেঁদে ফেলি, সমস্যা নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন, উত্তেজনা বাড়ছে

দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা ফ্রিজ

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

১১তম একনেক সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন তালিকায় নেই জবি