ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

‘দৈনিক করতোয়া’য় সংবাদ প্রকাশের পর

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তায় নির্মিত ঘর সরিয়ে ফেলা হয়েছে

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তায় নির্মিত ঘর সরিয়ে ফেলা হয়েছে, ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পৌর শহরের-ধুনট রোড মোড়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তার মুখে দীর্ঘদিন মাটি ও বালু ফেলে বন্ধ করে রাখার পর এখন সেখানে ঘর নির্মাণ করে স্থায়ী দখলের পাঁয়তারা চলছে এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশের পর নির্মিত ঘরটি সরিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। কিন্তু এখনো সরকারি রাস্তাটি পুরোপুরি দখলমুক্ত হয়নি।

জানা যায়, শেরপুর-ধুনট মোড়ের উত্তরপাশ থেকে প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ পর্যন্ত বাইপাস রাস্তাটি ব্যক্তিগত মারামারিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাসে বন্ধ করে দেওয়ায় জনসাধারণ, রাস্তার পাশে অবস্থিত দোকান, ব্যাংকের এটিএম বুথ, ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীরা চরমদুর্ভোগে পড়েন। সেই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাস্তাটি দখলমুক্ত করার কয়েকদিন পর আবারো তা বন্ধ করে দেয় একটি মহল। এভাবে গত চার মাস কখনো রাস্তার মুখে বালু ফেলে, কখনো বা ইটের স্তুপ রেখে আবার কখনো ট্রাক রেখে রাস্তাটি বন্ধ করা হয়। পরবর্তীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তাটি বন্ধ রাখার পর হঠাৎ করেই গত মঙ্গলবার সকাল থেকেই সেখানে টিনের ছাউনি দিয়ে ঘর তোলার কাজ শুরু হলে বুধবার দৈনিক করতোয়া পত্রিকায় সংবাদ প্রকাশের পর আলোচনা শুরু হয়। পরবর্তীতে বুধবার সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমসহ পৌর কর্তৃপক্ষ সরেজমিনে গেলে দখলকারীরা বৃহষ্পতিবার সকাল ১০টার মধ্যেই নিজ দায়িত্বে রাস্তার ওপর নির্মিত ঘরটি সরে নেয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহষ্পতিবার সকালের মধ্যেই ঘরটি সরিয়ে নিলেও রাস্তার মধ্যে ট্রাক স্ট্যান্ড বানিয়ে রাস্তাটির বড় অংশ দখল করে রাখা হয়। ফলে এখনো রাস্তাটি পুরোপুরি অবমুক্ত না হওয়ায় সাধারণ মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী এমনকি কোন রিকশা-ভ্যান চলাচল করতে পারছে না।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তাটির মুখ পুরোপুরি ফাঁকা হলেও মাঝ বরাবর ট্রাক দাঁড় করে রাখা আছে। সেখানে ট্রাকের ড্রাইভার ও হেলপার কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল বলেন, কে বা কারা রাস্তার ওপর ট্রাক রেখেছেন সেটি তাদের ব্যক্তিগত বিষয়। এর সাথে মালিক সমিতির কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, আমরা ঘর সরিয়ে ফেলেছি রাস্তা অবমুক্ত করে চলাচলের উপযোগী করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর পৌর প্রশাসক আশিক খান বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই। ইতিমধ্যেই ঘর সরিয়ে ফেলা হয়েছে এবং রাস্তার মধ্যে যে সকল ট্রাক দাঁড় করে রাখা হয় তা সড়িয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি

বগুড়ায় বিএনপি’র ‘তারুণ্যের ভাবনা এবং রাজনৈতিক অধিকার’ শীর্ষক সেমিনার শুক্রবার