সিরাজগঞ্জের রায়গঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে তেলবাহী ট্যাংকলড়ি ট্রাকের চাকায় পিষ্টে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাঁশখুরি গ্রামের দবির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বগুড়া মহাসড়কের উপজেলার ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ মোড়ে আসলে পিছন থেকে আসা দ্রুতগামী তেলবাহী ট্যাংকলড়ি টাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাথায় প্রচন্ড আঘাত পেয়ে নিহত হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুনএবিষয়ে হার্টিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করে নিহতর পরিবারের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







