নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলের নেতারা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম গোল্ডেন মনোনয়ন ফরমটি উত্তোলন করেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল প্রমুখ।
মন্তব্য করুন








