শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করেছে : বগুড়ায় আলোচনা সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেছেন, ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ও রক্ত চক্ষু উপেক্ষা করে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে বিএনপির নেতাকর্মিদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আসন্ন নির্বাচন পন্ড হয়ে গেলে জাতি গভীর সংকটে পতিত হবে।
বক্তারা বলেন ফ্যাসিস্টরা বিভিন্ন ভাবে বিভিন্ন রুপে ফিরে আসার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনার পর এদেশের আপামর জনগন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যাননি। তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে যারা জিয়ার অবদান অস্বীকার করতে চেয়েছিলো তার এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার বিকলে বগুড়া শহরের নবাববাড়িস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র রেজাউল করিম বাদশা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, ফজলুলবারী তলুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
আরও পড়ুনসভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা সরকার মুকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহজাদী, সাধারণ সম্পাদ মৎস্যজীবী দল নেতা মইনুল হক বকুল, কৃষকদল নেতা এনামুল হক সুমনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বগুড়ার সকল আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য নেতাকর্মিদের কাজ করতে হবে।
মন্তব্য করুন







