ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়া-১ আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, কৌশলে ভোটারদের টানছে জামায়াত

বগুড়া-১ আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, কৌশলে ভোটারদের টানছে জামায়াত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ সংসদীয় আসন। দীর্ঘদিন ধরে ওই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও এখন তারা মাঠে না থাকায় পরিস্থিতি ভিন্ন।

এবার ওই আসন পুনঃরুদ্ধার করতে বিএনপির সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমির সম্মান বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে।

পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভোটারদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে নিজেদের পতাকা তলে ভিড়ানোর চেষ্টা করছেন। মূলতঃ ওই সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা জানিয়েছেন।

ভোটারদের মুখে মুখে সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র গোলাম রাব্বী হাসান (ফুলবাবু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাংবাদিক আমিনুল ইসলাম হিরু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা।

বগুড়া-১ আসনে অন্তর্ভূক্ত সোনাতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ জন এবং সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৬শ’ ৭২ জন। ১৯৯১ সালে ওই সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. হাবিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ৬২৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। ১৯৯৬ সালে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. হাবিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে দ্বিতীয়বার ৯২৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান।

২০০১ সালে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১২০৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল মান্নান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা বলেছেন, এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

নির্বাচনি তফসিল ঘোষণার সাথে সাথে ওই সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। এমনকি প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সমাবেশ করছেন। এমনকি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দোয়াও চাচ্ছেন। ওই সংসদীয় আসনের হাট-বাজার, রেল স্টেশন, চায়ের দোকানগুলোতে এখন মানুষ নির্বাচনি খোঁশ গল্পে মেতে উঠেছেন।

আরও পড়ুন

ওই সংসদীয় আসনের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সাথে লড়াই হবে জামায়াতের। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে সোনাতলা ও সারিয়াকান্দি বাসীকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। চরাঞ্চলবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চরাঞ্চলে হাসপাতাল ও পুলিশ ফাঁড়ি স্থাপন করবেন।

বেকার সমস্যা সমাধানে চরাঞ্চলে শিল্প কল-কারখানা স্থাপন, কাঁচা শিল্প সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করবেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বেন। অন্যায় ও দূর্নীতিমুক্ত সোনাতলা-সারিয়াকান্দি গড়বেন। সেইসাথে তরুণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন। এছাড়াও তিনি বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সোনাতলা-সারিয়াকান্দি বাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ভালই দেখছেন।

নির্বাচনে কোন প্রতিবন্ধকতা নেই বলে তিনি মনে করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কোন অভিযোগ নেই তার। প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ থাকবে বলে তিনি আশা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, কোরআনের আইন মেনে শাসন প্রতিষ্ঠা করব। যমুনা ও বাঙালি নদী খনন ও নদীভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

চর সংরক্ষণ করে শিল্প কল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা দূর করবেন। কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ ও বিপণনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং অমুসলিমদের অধিকার সংরক্ষণের বিষয়েও কাজ করবেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন। প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) বলেন, তিনি নির্বাচিত হলে সারিয়াকান্দি-সোনাতলার চরাঞ্চলে নৌ বন্দর স্থাপন করে বেকার সমস্যা সমাধান করবেন। ঘুষ, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়বেন। তরুণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন। জন সাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী সাংবাদিক আমিনুল ইসলাম হিরু বলেন, তিনি নির্বাচিত হলে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবেন। সোনাতলা-সারিয়াকান্দি বাসীর দুঃখ নদীভাঙ্গনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। চরাঞ্চল বাসীর যাতায়াতে নৌ বন্দর গড়ে তুলবেন। সেই সাথে চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা বলেন, তিনি নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। সেই সাথে অন্যায়, দূর্নীতি ও মাদকের মূলৎপাটন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-১ আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, কৌশলে ভোটারদের টানছে জামায়াত

বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

শীতকালে খেজুর খাবেন যে ছয় কারণে

তারেক রহমানের জন্য গুলশানে বাসভবন-অফিস প্রস্তুত করছে বিএনপি

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালন