ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ রাত

শোষণ মুক্ত তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ায় বিজয় দিবস পালিত

শোষন মুক্ত তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ায় বিজয় দিবস পালিত। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : সুখি, সমৃদ্ধ, শোষনমুক্ত তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বগুড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

বিজয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। ভোরে শহরের ফুলবাড়িস্থ মুক্তির ফুলবাড়ি স্মৃতি ফলকে মহান মুক্তিযুদ্ধে আত্মোউৎসর্গকারি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় শহিদ চাঁন্দু স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লে প্রাথমিক শাখায় বীট মডেল স্কুল এন্ড কলেজ প্রথম, টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী এবং পুনর্বাসন কেন্দ্র দ্বিতীয় স্থান লাভ করেছে।

মাধ্যমিক শাখায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, সরকারি শিশু পরিবার, বগুড়া দ্বিতীয় এবং বগুড়া জিলা স্কুল তৃতীয় স্থান লাভ করে। কলেজ শাখায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রথম, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দ্বিতীয় এবং আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান লাভ করেছে। 
সমাবেশ ও কুচকাওয়াজে প্রাথমিক শাখায় টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী এবং পুনর্বাসন প্রথম, বগুড়া জিলা স্কুল কাব দল দ্বিতীয় এবং পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাবদল) তৃতীয় স্থান লাভ করে।

মাধ্যমিক বালক শাখায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (স্কাউট দল) প্রথম, বগুড়া জিলা স্কুল (যুব ও রেড ক্রিসেন্ট দল) দ্বিতীয় এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ(বালক দল) তৃতীয় স্থান লাভ করে। মাধ্যমিক শাখা (বালিকা) সরকারি শিশু পরিবার (বালিকা দল) প্রথম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গার্লস ইন স্কাউট দল) দ্বিতীয় এবং কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয় (গার্লস গাইড দল) তৃতীয় স্থান লাভ করে।

আরও পড়ুন

কলেজ শাখায় সরকারি আজিজুল হক কলেজ (বিএনসিসি দল) প্রথম, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (রোভার স্কাউট দল) দ্বিতীয় এবং সরকারি আজিজুল হক কলেজ  (রোভার স্কাউট দল) তৃতীয় স্থান লাভ করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া পৌরপার্ক ও শহীদ খোকন পার্কের সামনেসহ বিভিন্ন স্থানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল। দিনব্যাপি শহরের সাতমাথায় মেলার আমেজ ছিল।

দিনটি উপলক্ষে বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনাটিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা। এছাড়াও সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর সমূহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনাটিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

শিশু একাডেমি জেলা পরিষদে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠে বিকেলে খেলাধুলার আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে হাসপাতাল,  জেলখানা, এতিমখানা, শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোষণ মুক্ত তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ায় বিজয় দিবস পালিত

বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করেছে : বগুড়ায় আলোচনা সভায় বক্তারা

বগুড়া-১ আসনে ফুরফুরে মেজাজে বিএনপি, কৌশলে ভোটারদের টানছে জামায়াত

বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত