ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৩২ রাত

বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল

ছবি: সংগৃহীত, বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল

ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। সৃষ্ট বিশৃঙ্খলার কারণে কর্তৃপক্ষ অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার পর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ইতিহাস মুছে ফেলা যাবে না এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া হয়েছিল। এ সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। কিছুক্ষণ পর মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন বক্তব্য শেষে একই স্লোগান দিলে অনুষ্ঠানে উপস্থিত এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্তি ঘোষণা করে।

বছির উদ্দিনের বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির যুবসংগঠন জাতীয় যুবশক্তি ময়মনসিংহের সংগঠক আল মামুন, গণ অধিকার পরিষদের মুক্তাগাছা উপজেলা সভাপতি শাহীনুর আলমসহ অন্তত ১৫–২০ জন ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তাঁদের একটি অংশ মঞ্চে উঠে প্রতিবাদ অব্যাহত রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন বলেন, তিনি বক্তব্যে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলেছেন। বক্তব্য শেষ করার পর একদল ব্যক্তি আপত্তি জানায় এবং বঙ্গবন্ধুর নাম বলা যাবে না বলে প্রতিবাদ করে।

আরও পড়ুন

জাতীয় যুবশক্তির সংগঠক আল মামুন বলেন, বক্তব্যে বঙ্গবন্ধু, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় তাঁরা প্রতিবাদ করেছেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ইউএনওর কক্ষে আলোচনায় বসা হয়। তিনি বলেন, তাঁরা মুক্তিযুদ্ধকে সম্মান করেন, তবে তাঁদের দাবি, মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদের বন্দনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিশৃঙ্খলা এড়াতে দ্রুত অনুষ্ঠান শেষ করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছিল। এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল

হাদিকে হত্যাচেষ্টা : মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে

সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার

মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে