ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ফিলিস্তিনিদের ফেরা ঠেকাতেই গাজা ধ্বংস করছে ইসরাইল : নেতানিয়াহু

ফিলিস্তিনিদের ফেরা ঠেকাতেই গাজা ধ্বংস করছে ইসরাইল : নেতানিয়াহু,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন, ‘আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায়।’ বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরাইলি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ‘এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে-গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া। আমাদের মূল সমস্যা হলো-তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এখানে কিছু মানুষকে হতাশ করব, তবে এখনই গাজা উপত্যকায় ইসরাইলি বসতি স্থাপন নিয়ে আমরা আলোচনা করছি না।’ ইসরাইলের মারিভ পত্রিকার ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, কনেসেট সদস্য লিমোর সোন হার-মেলেখ বলেন, ‘আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে।’ নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে।’

আরও পড়ুন

তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন এ নিয়ে খুব সামান্য উদ্যোগই নিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী চলমান সামরিক অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। এতে ১৯ লাখ ফিলিস্তিনিকে একাধিকবার গৃহচ্যুত হতে হয়েছে এবং মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। মার্চের শুরু থেকেই ইসরাইল গাজা উপত্যকার ওপর পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ এবং সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অবরুদ্ধ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্ক ইস্যুতে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলো ভারত

সাম্য হত্যার জড়িত তামিমের মাদারীপুরের বাড়িতে আগুন

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে : রিজভী আহমেদ

ময়মনসিংহে ডোবার পানিতে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে শ্বাসরোধে সতিন হত্যার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

চিকিৎসা নিতে আবদুল হামিদের দেশ ছাড়ার কারণ জানালেন ছোট ছেলে