ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে হলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

পাকিস্তানে হলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে চিলাসের কাছে গিলগিত-বালতিস্তান প্রদেশ সরকারের একটি হেলিকপ্টার পাঁচজন আরোহীসহ সোমবার বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র। 

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে দুই পাইলট ও তিনজন প্রযুক্তিগত কর্মী ছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ও ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডায়মার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়।

এর আগে গত ১৫ আগস্ট মোমন্দ জেলায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ পাঁচ জন কর্মী নিহত হন। সরকারি একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞরা পাকিস্তানি তদন্তকারীদের সঙ্গে মিলে দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ শনাক্ত করার চেষ্টা করবেন। তারা ব্ল্যাকবক্সসহ ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের বিভিন্ন অংশ-দুই ইঞ্জিন ও গিয়ারবক্স পরীক্ষা করবেন। সূত্র আরো জানিয়েছে, কয়েকশ কেজি ওজনের ধ্বংসাবশেষ এখনো দুর্ঘটনাস্থলেই পড়ে আছে।

আরও পড়ুন

ভারী এসব অংশ সরাতে কেপি সরকার ফেডারেল কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিবহন হেলিকপ্টারের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। কর্মকর্তারা জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটির সর্বশেষ বড় ধরনের মেরামত হয়েছিল ২০১৯ সালে। খবর : এএফপি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব : মার্কিন দূতকে সিইসি

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক