ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

‘নীল চক্র’র জন্য সম্মাননায় হ্যাটট্রিক করলেন মন্দিরা

‘নীল চক্র’র জন্য সম্মাননায় হ্যাটট্রিক করলেন মন্দিরা

অভি মঈনুদ্দীন ঃ চলতি বছরের ৭ জুন ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছিলো বাংলাদেশের সিনেমার এই প্রজন্মের সবচেয়ে সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত সিনেমা ‘নীল চক্র’। সিনেমাটির কাহিনীকার ছিলেন অংকন পোদ্দার, নাজিম উদ দৌলা, অঞ্জন সরকার জিমি ও মিঠু খান। চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর মিলন ও আসিফ আকবর।

সিনেমাতে মন্দিরা চক্রবর্ত্তীও নায়ক ছিলেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’ সিনেমাতে মন্দিরা চক্রবর্ত্তী আরো অভিনয়ে আরো অনেক বেশি প্রাণবন্ত ছিলেন। অভিনয়ে নিজেকে প্রথম সিনেমা ‘কাজল রেখা’র চেয়েও ছিলেন পরিণত ও দুর্দান্ত। যে কারণে যারাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন তারাই তার অভিনয়ের প্রশংসা করেছেন। এরইমধ্যে এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনটি সংগঠন থেকে পরপর তিনবার ‘নীল চক্র’তে প্রধান একটি চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুন

এরইমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিলেটে প্রাণ-এর একটি বিজ্ঞাপনের শুটিং এ অংশ নিয়েছেন তিনি। এদিকে আজ মন্দিরার জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে এবার বিশেষ কোনো আয়োজন না থাকলেও তিনি জানান বাবা মা ও পরিবারের অন্যানদের সঙ্গেই আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করবেন তিনি। ‘নীল চক্র’তে অভিনয়ের জন্য পরপর তিনটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনয়ে শ্রেষ্ঠত্বর স্বীকৃতিও প্রাপ্তি জন্মদিন প্রসঙ্গে মন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে বাবা মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে দিনটি আনন্দঘন মুহুর্তেও মধ্যদিয়ে উদযাপন করবো আমি। আর সত্যিই আমি অভিভূত, আমি মুগ্ধ। নীল চক্র-মুক্তির পর থেকেই দর্শকের কাছ থেকে আমি ভীষণ সাড়া পেয়ে আসছি। সিনেমাটি যতোদিন হলে চলেছে ততোদিনই নানান মাধ্যমে এতে অভিনয়ের জন্য আমি সাড়া পেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। কাজের প্রতি ডেডিকেশন আমার আরো ানেক বেড়ে গেছে। আর এই ডেডিকেশনকে ধরে রাখতে, আরো অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই যে পরপর তিনটি সংগঠন কর্তৃক সম্মাননা পাওয়া। ধন্যবাদ জানাই যারা আমাকে নীল চক্র’তে অভিনয়ের জন্য ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন এবং যারা আমাকে নীল চক্র’তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। এই প্রাপ্তিই আসলে আগামীদিনে আরো ভালো ভালো সিনেমায় কাজ করার অনুপ্রেরণা। আমার বাবা আর মায়ের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করছি তারা যেন সুস্থভাবে আমার মাথার উপর ছায়া হয়ে থাকেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়-মাদরাসায় বাংলাদেশিদের বৃত্তি দেওয়ার আহ্বান

গাইবান্ধার সাঘাটায় বাসর ঘরে ধর্ষণের শিকার নববধূ, কারাগারে স্বামী

এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার