ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

‘অনেক স্বার্থপর বাবা দেখেছি

‘অনেক স্বার্থপর বাবা দেখেছি

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। বিভিন্ন পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এক পোস্টে তিনি জানিয়েছেন, ‘অনেক স্বার্থপর বাবা দেখেছি।

এক ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেন, আমার জীবন যেমন তেমন তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা। বাবা ভেবেছিল আমার কথা। আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার কথা।

স্বার্থপর বাবা দেখেছি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আমি কি আমার দাদার দাদাকে মনে রেখেছি? কিংবা দাদা কেও কি মনে পড়ে? তাহলে এত কেন ভাবা ভাবি? এসব ভাবাভাবীতে নিজের জন্য কি থাকে? তবে অনেক স্বার্থপর বাবা দেখেছি নিজেকে নিয়েই ভাবে।

আরও পড়ুন

 শেষে লিখেন, এরা হয়ত বাবা হিসেবে অত ভালো না কিন্তু নিজের জন্যে নিজের জীবনের জন্য নিজেকে নিজে ভালোবাসার জন্য  হয়তো তারাই ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'

বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ কারবারি রবিউল ইসলাম গ্রেফতার

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু