ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

কুমিল্লায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

কুমিল্লায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) খেয়ে তপন চন্দ্র সরকার ও পলাশ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে তাদেরকে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অপরজন তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তপন চন্দ্র সরকার মারা যায়।

আরও পড়ুন

খবর পেয়ে বুধবার বিকালে বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আসার পূর্বেই তপনের লাশ দাহ করার ফলে লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল (মদ) পানে ২ জনের মৃত্যু হয়েছে। পলাশ নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তপনের লাশ দাহ করে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

পলাশের লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির আহ্বান

গণঅভ্যুত্থানে ৯ হত্যাকাণ্ড মামলায় বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

মাদারীপু‌রে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংক ‘আস্থা’ অ্যাপে ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী