ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে ঢাবি শাখা ছাত্রদলসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা স্লোগান দেন— “চবিতে রক্ত ঝরে, ইন্টারিম কি করে?”, “আমার ভাই আহত কেন, ইন্টারিম জবাব দে”, “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি।

আরও পড়ুন

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল মনোনীত ডাকসুর এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “গতকাল রাত থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চলছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।”

ছাত্রদল মনোনীত ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “৫ আগস্টের আগে-পরে আমরা নিজেরাও হামলার শিকার হয়েছি। আজ চবি শিক্ষার্থীদের ওপর নির্যাতন আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ। ঢাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই— চবি শিক্ষার্থীদের সংগ্রামে আমরা আছি, থাকব। আমরা অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলতে চাই, দায়িত্ব পালন করুন। যদি তা করতে ব্যর্থ হন, তবে ব্যর্থতা স্বীকার করে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করুন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন।”

বিক্ষোভ সমাবেশে বক্তারা হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা