ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: নারী ভোটাররাই বিএনপির বৃহৎ ভোট ব্যাংক। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই উপলব্ধি থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি নারীর শক্তিকে রাজনৈতিক অঙ্গনে কার্যকরভাবে ব্যবহার করতে আলাদা উদ্যোগ গ্রহণ করেছে।

সেই উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশ হয়ে গেল। আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ স্থানীয় রাজনীতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয়-দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। প্রধান অতিথি তার বক্তব্যে নারীদের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য। শুধু ধানের শীষে নিজেরা নয়, সবাইকে ধানের শীষের পক্ষে ভোট নিয়ে আসতে হবে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশ শান্তিতে থেকেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, আব্দুল করিম, হারুনুর রশিদ মাস্টার, আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান,  মীর শাকরুল আলম সীমান্ত, ফারুক আহম্মেদ, এম. আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন, পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা