নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের এক জরাজীর্ণ কুঁড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন ১৩০ বছর বয়সী তফের আলী মণ্ডল। শীর্ণকায় দেহ, চলার শক্তিও প্রায় নেই। ঘরে নেই খাট বা চৌকি।
ভেজা মাটির ওপরেই পেতে রাখা বিছানায় কাটে প্রতিটি রাত। ১২ সন্তানের জনক তফের মণ্ডল বসবাস করছেন রাস্তার পাশের সরকারি জমিতে মরিচা ধরা টিন ও ছাউনি দিয়ে নির্মিত একটি ভাঙাচোরা ঘরে। দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পেয়ে অবহেলিতভাবে কাটছিল তার দিনকাল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৃদ্ধের করুণ জীবনের চিত্র ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিনের। গতকাল শনিবার এমএ মতিন সরেজমিনে লক্ষ্মীরামপুর গ্রামে গিয়ে তফের মণ্ডলের দুর্দশা প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে তার জন্য একটি পাকাঘর নির্মাণের ঘোষণা দেন।
আরও পড়ুনআজ রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। শুধু ঘর নির্মাণ নয়, এই বিএনপি নেতা বৃদ্ধ তফের মণ্ডলের খাবার, চিকিৎসা ও যাবতীয় ব্যয়ভার বহনেরও আশ্বাস দিয়েছেন। বৃদ্ধ তফের আলী মণ্ডল জানান, জীবিকার তাগিদে তার আট ছেলে বিভিন্ন এলাকায় বসবাস করছেন।
স্ত্রীর মৃত্যু হয়েছে বহু বছর আগে। সন্তানদের মধ্যে কারও সাথেই আর বসবাস করা সম্ভব হচ্ছে না। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও পুত্রবধূর সাথে বনিবনা না হওয়ায় বাধ্য হয়ে রাস্তার ধারের অন্ধকার ঘরেই একাকী দিন কাটাচ্ছেন।
মন্তব্য করুন