ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরাইল!

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরাইল!, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরাইল। রোববার (৩১ আগস্ট) ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এ অভিযোগ করেছে। গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরাইলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে।

বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলা হয়, ‘উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে, যা মুসলমানদের এই সাইটের বৈধ মালিকানা প্রমাণ করে।’ বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইল এই ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং তথাকথিত টেম্পল মাউন্ট’ বর্ণনার পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা করছে। জেরুজালেমের গভর্নরেট জানিয়েছে, এই খনন কাজ গোপনে করা হচ্ছে, যা আন্তর্জাতিক তদারকির বাইরে আল-আকসা মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। গভর্নরেট আরও জানিয়েছে, এই খননের মাধ্যমে ইসরাইল গোটা শহরটিকে ইহুদিবাদী করার পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে।

যদিও গভর্নরেট ইসরাইলের খনন কার্যক্রমের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি। অভিযোগ রয়েছে, ইসরাইলি বছরের পর বছর ধরে আল-আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করছে, যাকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ইহুদিবাদী করার একটি বিস্তৃত পরিকল্পনার অংশ বলে অভিযোগ করছে।

আরও পড়ুন

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। আন্তর্জাতিক আইনের আওতায়, জর্ডান পরিচালিত জেরুজালেম এনডাওমেন্ট কাউন্সিল একমাত্র সংস্থা যা আল-আকসা মসজিদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে।

২০১৩ সালের মার্চে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন, যা জর্ডানকে জেরুজালেম এবং ফিলিস্তিনকে পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অধিকার প্রদান করে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। ১৯৮০ সালে তেল আবিব পুরো শহরকে যুক্ত করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে স্বীকৃতি দেয়নি। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় খোলা বাজারে ওএমএস’র আটা বিক্রির উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ