মুন্সিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুন্সিগঞ্জে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির (৩৮) নামক এক মাদক কারবারিকে আটক করেছে মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার ওই মাদক কারবারির নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানিকদল।
আরও পড়ুনঅভিযুক্ত জাকির মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন