দিনাজপুরের নবাবগঞ্জে ১৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৮৪৭ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৮৪২ হেক্টর এবং উফশী ১২ হাজার ৫ হেক্টর জমি রয়েছে।
এই মৌসুমে উপজেলায় হাইব্রিড এসিআই-২ তেজগোল্ড হীরা, ধানীগোল্ড ব্র্যাক জাত এবং উফশী জিরাশাইল ব্রি ধান ৯২, ৮৯, ৫৮, ২৯, ২৮, ৯৮ ও ৮৮ জাতের ধান চাষ হচ্ছে। সবচেয়ে বেশি রয়েছে জিরাশাইলের (মিনিকেট নামে পরিচিত) পরিমাণ।
উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হাইব্রিড জাত হেক্টর প্রতি ৫.২ মে. টন চাল এবং উফশী জাত হেক্টর প্রতি ৪.৯ মে. টন চাল বলে উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। ইতোমধ্যে চাষিরা জমিতে রোপণ কাজ শুরু করেছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার জমির মধ্যে প্রায় ২৫০ হেক্টর জমি রোপণ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় জানান ১৮শ’ জন চাষীকে হাইব্রিড জাতের বীজের প্রণোদনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন