ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

অসময়ে তিস্তার ভাঙনে নদীগর্ভে বিলীন ফসলি জমি

অসময়ে তিস্তার ভাঙনে নদীগর্ভে বিলীন ফসলি জমি। ছবি : দৈনিক করতোয়া

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : শুকনো মৌসুমে রংপুরের গঙ্গাচড়ায় দেখা দিয়েছে তিস্তার ভাঙন। নদীতে নেই তেমন পানিপ্রবাহ। তবে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গত দুইমাসে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৫০ একর ফসলি জমি।

গত শনিবার সরেজমিন ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, শংকরদহ গ্রামে অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি। গত দুই মাসে উঠতি ফসল ভুট্টা, গম ও মিষ্টি কুমড়াসহ অন্তত ৫০ একর ফসলি জমি ও ১০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

ইউপি সদস্য রমজান আলী জানান, শংকরদহ গ্রামে প্রায় ৪৫০ পরিবারের বাস ছিল। কয়েক বছরে বন্যাসহ তিস্তার ভাঙনে সব হারিয়ে পবিারগুলো এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বাকি ছিল প্রায় ৮০ পরিবার, অসময়ে নদীভাঙনে গত দুই মাসে প্রায় ১০ পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। চোখের সামনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলের ক্ষেত।

লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, অব্যাহত ভাঙনে শংকরদহ গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ভাঙন এসে ঠেকেছে রংপুর-কাকিনা সড়কের প্রায় ৩শ’ মিটার দূরে। এখনি ভাঙন রোধে ব্যবস্থা না নিয়ে আসন্ন বর্ষায় হুমকিতে পড়বে সড়কটি।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, সরেজমিনে দেখার পর ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করছি দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গঙ্গাচড়ার শংকরদহ এলাকায় অসময়ে তিস্তার ভাঙন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পেলে ভাঙন রোধের কাজ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ২ জনের

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদন্ড

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

আনচেলত্তিকে কোচ ঘোষণা করলো ব্রাজিল; দায়িত্ব লা লিগা শেষে