ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নিয়ে সুখবর দিলেন সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের গানের গর্ব প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্ঠে একটি গান সবারই শোনার কথা। গানটি হলো ‘একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার’। এটি শুধুই একটি গান নয়, এটি বাংলাদেশের একটি অনুভূতি, একটি আবেগ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙ্গালির হৃদয়ে স্থান করে নিয়েছে।

সাবিনা ইয়াসমিনের কন্ঠের এই গান শুধুই নয় একের পর এক জনপ্রিয় দেশের গান, আধুনিক গান আর সিনেমার গান প্রজন্মের পর প্রজন্মের কাছে তাকে বিস্ময়কর এক শিল্পী হিসেবেই দাঁড় করিয়েছে। তিনি নিজেও সারা বিশ্বের বিস্ময়-এ পরিণত হয়েছেন। পরিণত হয়েছেন তিনি আমাদের অহংকারে। আমরা অহংকার করে বলতে পারি ‘আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন’। যার কন্ঠে বাংলাদেশের সবচেয়ে বেশি দেশাত্নবোধক গান রয়েছে। রয়েছে অসংখ্য সিনেমার জনপ্রিয় গান, রয়েছে অসংখ্য আধুনিক গানও। তার সান্নিধ্যে ভক্তরা যেমন নিজেদের ধন্য মনে করেন, তার সান্নিধ্যে এসে তার পরবর্তী প্রজন্মের পর প্রজন্মের শিল্পীরাও তারসঙ্গে কথা বলে অনুপ্রাণিত হন। কিছুদিন আগে সাবিনা ইয়াসমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে জীবন্ত এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী সুস্থ আছেন।

আর সুস্থ হয়েই তিনি সংবাদ মাধ্যমকে জানালেন আগামী শুক্রবার কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন আগামী ১৭ মে ‘বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল’র অষ্টম আসর। এই ফেস্টিভ্যাল কানাডার বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষনই হচ্ছেন সাবিনা ইয়ানসমিন। আরো থাকবেন অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন।

আরও পড়ুন

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর অষ্টম আসরে অংশগ্রহন করা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন,‘ ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মে শুক্রবার কানাডার উদেশ্যেও রওয়ানা হবো। কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেস্টিভ্যালের অষ্টম আসরে অংশগ্রহন করবো। আশা করছি অনুষ্ঠানে আগত সবার সঙ্গে দেখা হবে। সবার সঙ্গে গল্প হবে, কথা হবে এবং গানতো হবেই। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি সেখানকার এই আয়োজনে সবার সঙ্গে দেখা হবার এবং গানে গানে সবাইকে মুগ্ধ করার। ধন্যবাদ আয়োজকদের আমাকে এই ফ্যাস্টিভ্যালে নিমন্ত্রণ করার জন্য।’

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুল ইসলাম মিন্টু জানান, এর আগেও সাবিনা ইয়াসমিন একবার এই ফেস্টিভ্যাল’এ সঙ্গীত পরিবেশন করেছিলেন। আগামী ২৫/২৬ কানাডা সফর শেষে সাবিনা ইয়াসমিনের দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি