ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী

ছবি : সংগৃহিত,দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী

বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে অসংগতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী টাকা লুটপাট করেছে, টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে, মিল-কারখানাগুলো বন্ধ করে দেওয়া, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা ঠিক হয়নি। তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক থেকে শুরু করে সবাই বেকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা সরকারের ভুল নীতি।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো দরকার। সেখানে প্রশাসক নিয়োগ করতে পারতেন। আপনি (সরকার) প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন। প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট নিয়োগ দেবেন, যাতে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিক ছাঁটাই না হয়। কিন্তু শ্রমিক ছাঁটাই করে, তাদের কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন ক্ষুধার মধ্যে রাখা— এটা মনে হয় সঠিক নীতি হয়নি। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অন্যায় করেছে, টাকা পাচার করেছে, ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের বিচার করতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ