ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটের আদর্শ মোড় থেকে তিনকোণা মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে কাদাযুক্ত হাঁটু পানি জমে থাকায় পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে। খাল খন্দে ভরা সড়কটি বর্ষা মৌসুমের আগে সংস্কারের জন্য দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।

এলাকাবাসী জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদগামী আদর্শ মোড় থেকে তিনকোণা মোড় পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে কাদাযুক্ত পানি জমে থাকায় চলাচলের জন্য কষ্ট হয়ে দাড়িয়েছে স্কুল কলেজ ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষের।

অথচ ওই সড়ক দিয়ে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাফল্য কিন্ডারগার্টেন, আশা, গ্রামীণ ব্যাংক, গজেরকুটি ও বালাতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চলাচল করেন। তা ছাড়াও গর্তের মধ্যে পড়ে  মোটরসাইকেল, অটো ভ্যান, অটো রিক্সা, বাইসাইকেল সহ বিভিন্ন যানবাহন প্রায় ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।

আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, আমাদের প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে  যাওয়া আসা করে। আগামী বর্ষা মৌসুমের আগে রাস্তাটির দ্রুত সংস্কার করা না হলে আরো বড় বড় গর্তের  সৃষ্টি হবে।

আরও পড়ুন

এ বিষয় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, বালারহাটের পশ্চিমে জামে মসজিদ সংলগ্ন দুইশত মিটার ও বালারহাট তিন কোণা মোড় থেকে আদর্শ মোড় পর্যন্ত ২০০ মিটার সড়ক দুটি এলজিইডি অফিসের আওতাভুক্ত। এর মধ্যে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন থেকে আদর্শ মোড় পর্যন্ত ১০০ মিটার সড়কটি জেলা পরিষদের আওতাভুক্ত। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে কাদাযুক্ত হাঁটু পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে একাধিক বার বিভিন্ন অফিসে যোগাযোগ করা হয়েছে কিন্তু কোন সংস্কারের ব্যবস্থা নেয়া হয়নি।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, বালারহাট বাজারের ইউনিয়ন পরিষদের পূর্ব ও পশ্চিম দিকে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়কটির  সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে । বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত