ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ০১:৩১ দুপুর

শাহবাগ অবরোধ করে জুলাই সনদের দাবি, যান চলাচল বন্ধ

শাহবাগ অবরোধ করে জুলাই সনদের দাবি, যান চলাচল বন্ধ, ছবি: দৈনিক করতোয়া।

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। অবরোধ ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে-সনদের বিষয়টি নিয়েই মূলত আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত হলেও অন্য দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোয় এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় অনিশ্চয়তায় পড়তে পারে পুরো সংস্কার প্রক্রিয়া।

এদিকে, জুলাই যোদ্ধারা বলছেন, জুলাই সনদ তাদের দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা 

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও চার কমিশনার

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ছয়জন

প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ