ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ০৮:১৯ রাত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চার্জারভ্যান আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চার্জারভ্যান আরোহী নিহত। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালানে ট্রাকচাপায় চার্জারভ্যান আরোহী সুম্মিতা কর্মকার (৩৬) নিহত হয়েছে। এ ঘটনায় সাথে থাকা আরও ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার গাওপাড়া সেনভাগ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকা থেকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ম্যাচপাড়া বিয়ের দাওয়াত খেতে ব্যাটারী চালিত ভ্যানযোগে গাওপাড়া সেনভাগ স্কুলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা নাটোরের দিকে থেকে আসা রাজশাহীগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১২১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাটোর সদরের শ্যামল কর্মকরের স্ত্রী সঞ্চিতা কর্মকার নিহত হন।

আহত হয় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকার আকছেদ আলী (৪৫), মনিষা রানী (৩৭), রত্না রানী (২৫), সুজিত (৩) এবং সুপ্রিয়া রানী (১২)। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানায়, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখি সব করে রব, রাত্রি পোহাইল!

যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে : তথ্য উপদেষ্টা

বগুড়ায় প্রথম দিনে পেসারদের দাপট : রবিউলের ৫ উইকেট

নতুন পোশাকে মাঠে পুলিশ

সোনার দাম কমলো ৫ হাজার ৪৪৭ টাকা

চলার পথে শর্মিলী আহমেদকে ভীষণ মিস করেন দিলারা জামান ও আবুল হায়াত