পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করে চাষাবাদে সুফল পাচ্ছে চাষিরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের ফলে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন সুফল পাচ্ছে চাষিরা। উপজলো কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে পার্টনার ফিল্ড প্রকল্পের আওতায় স্কুল ও দল গঠন করা হয়েছে। এ প্রকল্পের কার্যক্রম ২০২৩ সালের জুলাই মাসে শুরু ২০২৮ সালের জুন পর্যন্ত প্রকল্পের কার্যক্রম চলবে।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদশে (পার্টনার) প্রকল্পের আওতায় এই পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে ২৫ জন কৃষক কৃষানি নিয়ে একটি দল। তারা সপ্তাহে একদিন ৩ ঘন্টা করে মোট দশ দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্যে হলো কৃষকদের কৃষি কাজে স্মার্ট ও দক্ষ করে তোলা। পাশাপাশি পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানা প্রযুক্তি সম্প্রসারণ করা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, তেঁতুলিয়া উপজেলায় গ্রামের বিভিন্ন সড়কের পাশে প্লাস্টিক বেছানো চাদরে বসে খোলা জায়গায় বা কোন কৃষকের বাড়ির উঠানে হাতে খাতা কলম নিয়ে বিভিন্ন বয়সের কৃষক-কৃষানির দল ক্লাস করছে । উপস্থিত কৃষক-কৃষানিরা জানান তাদের হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানান কলা কৌশল।
আরও পড়ুনউপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম বলেন, পার্টনার প্রকল্পের আওতায় উপজলো কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের অধীনে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ও সংরক্ষণ বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করছে। ইতোমধ্যে কৃষাণ-কৃষাণিদের মাঝে এ স্কুল সম্পর্কে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
উপজলো কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ২৫ জন কৃষক কৃষানিরা অংশগ্রহণে চাষাবাদের নুতন কলা কৌশল ও নিরাপদ সবজি এবং ধানের বীজ থেকে শুরু যে কোন ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করছে। ইতোমধ্যে কৃষক-কৃষানিদের মাঝে এ স্কুল সম্পর্কে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
মন্তব্য করুন