দিনাজপুরের বীরগঞ্জে ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শতাধিক পরিবার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মন্ডলপাড়ায় অবস্থিত ঢেপা নদীর ওপর নির্মিত একমাত্র সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০১২ সালে নির্মিত এ সেতুটির বিভিন্ন অংশ দেবে গেছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রতিদিন কয়েকশ’ মানুষ সেতুটি ব্যবহার করেন। এছাড়াও প্রায় ৫শ’ একর ফসলি জমির কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই সেতু।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা। এছাড়া কৃষিপণ্য বাজারে নিতেও সমস্যা হয়। আঞ্জুআরা বেগম নামে আরেক বাসিন্দা বলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এই ভাঙা সেতু দিয়ে পারাপার হয়। বৃষ্টি হলে ভয় আরও বেড়ে যায়। নয়ন ইসলাম নামে স্থানীয় এক কলেজছাত্র জানান, গুরুত্বপূর্ণ এ সেতুটি বর্তমানে যে অবস্থায় আছে তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এসময় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার জানানো হয়েছে। লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে প্রকৌশলীকে জানানো হবে। এসময় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুনউপজেলা প্রকৌশলী (এলজিইডি), বীরগঞ্জ জিবরীল আহমেদ বলেন, বলরামপুর মন্ডলপাড়ার ঢেপা নদীর ওপর সেতুটি সম্পর্কে আমাদের অফিসে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে যতটুকু জেনেছি, সেতুটি এলজিইডির আওতাভুক্ত নয় এবং এটি স্থানীয়ভাবে, ২০১২ সালে তৎকালীন চেয়ারম্যানের উদ্যোগে নির্মিত হয়েছিল।
এ কারণে আমাদের সরাসরি কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবুও স্থানীয় প্রশাসনের চাহিদা বা নির্দেশনার ভিত্তিতে যদি কোনো প্রকৌশল সহায়তা প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত।
মন্তব্য করুন