ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের কারনে বিদ্যুৎতায়িত হয়ে লিপি খাতুন (৪০) নামের এক গৃহবধু মারা গেছে। সে ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাবনীপুর ইউনিয়নের ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের দেবর মোতালেব হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর সাইটে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়লে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়িত হয়। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস আনতে ডোবার পাশে গিয়ে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মিন্টু ও কোম্পানির ডেইলি লেবার রাসেল বলেন, আমরা দেখি কোম্পানির উত্তর সাইডে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন গুরুতর আহত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লিপি ওই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, বিদ্যুতের লাইনে অসতর্কতার কারনে মৃত্যুর ঘটনায় ৩০৪ (ক) ধারায় নিয়মিত মামলা দায়েরের পর লাশটি পোষ্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা