বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় মোছা. নাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার বীরকেদার মীরপাড়া পাড়া গ্রামে। সে ওই গ্রামের মো.হোসেন আলীর স্ত্রী।
জানা গেছে,পারিবাবিক কলহের কারণে ঘটনার দিন রাতে মনের ক্ষোভে নাহিদা তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে সে মারা যায়।
আরও পড়ুনমন্তব্য করুন