বগুড়ার সোনাতলায় স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে। এছাড়াও ওই শিক্ষকের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামের মৃত শামছ উদ্দিনের ছেলে ও দিগদাইড় ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান রায়হানের পৈত্রিক ৭ শতক জমি একই এলাকার মুখচেনা ব্যক্তিরা জোরপূর্বক দখল করে সেই জমিতে আমন ধান রোপন করেছে।
আরও পড়ুনএবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন