ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫, ০৫:১৬ বিকাল

ঝিনাইদহে আগুনে পুড়ে মরল দোকানের শতাধিক পাখি

ঝিনাইদহে আগুনে পুড়ে মরল দোকানের শতাধিক পাখি

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের ব্যাপারীপাড়া শাপলা চত্বরের বিডি বার্ড ফুড নামে একটি পাখি বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন জাতের প্রায় শতাধিক বিদেশি পাখি মারা গেছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে আগুন লাগে।


দোকান মালিক কাজী ইবলুর জানান, রাতে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। প্রতিদিন কয়েল জ্বালানো হয় ওই দোকানে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।


পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় আগুনে পুড়ে লাভবার্ড, ককাটেল, বাজরিকা ও ডায়মন্ড ডাভসহ বিভিন্ন প্রজাতির শতাধিক পাখির মৃত্যু হয়।

আরও পড়ুন

তিনি বলেন, পাখিগুলো সখ করে সংগ্রহ করতাম। পরে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করি। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। এতগুলো পাখির মৃত্যু আমি সহ্য করতে পারছি না। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভিন হাসান জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার শক্তিশালী ও বিপজ্জনক মাদক ‘এমডিএমবি’ জব্দ

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

‘সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জনকে আটক

মৌচাকে মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ