পাবনার চাটমোহরে নকল দুধ তৈরির কারাখায় অভিযান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ, কেমিক্যাল, সয়াবিন তেলসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। গত সোমবার রাত ৯ টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন বিশিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নকল দুধ তৈরির কারবারি আব্দুল মোমিন ও তার সহযোগীরা পালিয়ে যান। গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সবার অগোচরে নটাবাড়িয়া বিশিপাড়া এলাকায় আব্দুল মোমিন তার বাড়ির উল্টো দিকে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সয়াবিন তেল, কেমিক্যালসহ নানা উপকরণ দিয়ে নকল দুধ তৈরি করে আসছিলেন। প্রতিদিন অর্ধশতাধিক মণ ভেজাল দুধ তৈরি করে তিনি উপজেলার বিভিন্ন দুধ সংগ্রহ কেন্দ্রে বিক্রি করতো। বিষয়টি এলাকার অনেকেই জানার পরও প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি।
এ বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে গত সোমবার রাত ৯ টায় আব্দুল মোমিনের সেই নকল দুধের কারখানায় অভিযান চালান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগীরা। এ সময় ক্যানভর্তি প্রায় ২০ মণ নকল দুধ, কয়েক ড্রাম সয়াবিন তেল, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এলাকাবাসী জানান, ভেজাল দুধ তৈরি করে আব্দুল মোমিন পাশের দোদারিয়া বাজার এলাকায় প্রাণ কোম্পানির চিলিং সেন্টারে সরবরাহ করতেন। এদিকে গতকাল মঙ্গলবার (বেলা ৩টা) এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুনএদিকে অভিযুক্ত আব্দুল মোমিন বলেন, ‘ভাই, এগুলো সব ভুয়া। আমি আপনাদের ডাকব। সবাইকে নিয়ে সাংবাদিক সম্মেলন করব। সেখানে অনেকেই থাকবে। সামনা সামনি কথা হবে আপনাদের সাথে। এটা যে সবকিছু বানোয়াট, ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে এসব বিষয়ে আপনাদের বলব।’
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনজুরুল আলম বলেন, ‘ইউএনও মহোদয় যেহেতু আটক করেছেন, উনি যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেহেতু পরবর্তী ব্যবস্থা উনিই নেবেন। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, গোপন সংবাদ পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়েছে।
এ সময় পালিয়ে গেছেন অভিযুক্তরা। নকল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মোমিন বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
মন্তব্য করুন