বগুড়ায় শজিমেক হাসপাতাল থেকে দেড় লাখ টাকা চুরি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হিসাবরক্ষণ বিভাগ থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটি থাকা অবস্থায় চুরির ঘটনা ঘটলেও গত বুধবার টাকা চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। টাকা চুরি যাওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করেছেন।
শজিমেক’র উপ পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ঈদুল ফিতরের ছুটির মাঝে কোন এক সময় হাসপাতালের হিসাব বিভাগ থেকে প্রায় দেড় লাখ টাকা কে বা চুরি করে নিয়ে যায়। গত বুধবার হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু থাকায় তিনি অফিসে এলে অফিস সহকারী মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে চুরির বিষয়ে জানতে পারেন।
তাৎক্ষণিকভাবে তিনি প্রধান হিসাবরক্ষক মো. মামুনুর রশিদকে ডেকে পাঠান। প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে পরে তিনি খোঁজ নিয়ে জানান, মোট এক লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে এবং রুমের একটি গ্রিল কাটা ছিল। তবে আজ শনিবার (৫ এপ্রিল) অফিস পুরোপুরি চালুু হওয়ায় চুরির বিষয়টি ছড়িয়ে পড়ে। ডা. আব্দুল ওয়াদুদ আরও বলেন, দেড় লাখ টাকা চুরির ঘটনা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করেছে।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, এ বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
মন্তব্য করুন